গীতার পাঁচটি মূল্যবান বাণী যা আমাদের জীবন কে বদলে দিলে পারে ,আমরা জীবনে একটি বড় আশা নিয়ে কাজ করতে শুরু করি ,অনেক পরিশ্রম করি কিন্তু যখন অনেক পরিশ্রম করার পর কোনো ধরণের সফলতা পাই না তখন আমরা ভেঙ্গে পড়ি ,নিরাশ হয়ে যাই ,সেই কাজটি করার আর মন বসে না ,কিন্তু একটি কথা মনে রাখতে হবে এই পৃথিবীতে যারা বিশাল সাফল্য পেয়েছেন ,তারা কিন্তু প্রথম বারে সফল হন নি ,অনেকবার বিফল হয়েছেন ,বিফলতা থেকে শিক্ষা নিয়েছেন ,সেই শিক্ষা নিয়ে অনেক বার বিফল হওয়ার পর সফল হয়েছেন ,নিজের কাজের প্রতি পর জ্ঞান অর্জন না করা পর্যন্ত সফল হওয়া যাই না , কাজে সফল হতে হলে কাজের পুরো জ্ঞান নিতে হবে ,কাজ করতে হবে মনোযোগ সহকারে ফলের আসা না করে,কাজ করতে হবে নির্ভীক হয়ে নিজের কাজের প্রতি সততা হতে হবে সহ্য করে সমুদ্রের মতো স্থিতিশীল হয়ে কাজ করে যেতে হবে । ভগবান শ্রী কৃষ্ণ ভগবাদ গীতাতে পাঁচটি মূল্যবান বাণী উল্লেখ করেছেন । এই পাঁচটি বাণী যদি আমরা জীবনে মেনে চলি আমরা জীবনে সফল হবই ।এই পাঁচটি বাণী হল ...