গীতার পাঁচটি মূল্যবান বাণী যা আমাদের জীবন কে বদলে দিলে পারে ,আমরা জীবনে একটি বড় আশা নিয়ে কাজ করতে শুরু করি ,অনেক পরিশ্রম করি কিন্তু যখন অনেক পরিশ্রম করার পর কোনো ধরণের সফলতা পাই না তখন আমরা ভেঙ্গে পড়ি ,নিরাশ হয়ে যাই
,সেই কাজটি করার আর মন বসে না ,কিন্তু একটি কথা মনে রাখতে হবে এই পৃথিবীতে যারা বিশাল সাফল্য পেয়েছেন ,তারা কিন্তু প্রথম বারে সফল হন নি ,অনেকবার বিফল হয়েছেন ,বিফলতা থেকে শিক্ষা নিয়েছেন ,সেই শিক্ষা নিয়ে অনেক বার বিফল হওয়ার পর সফল হয়েছেন ,নিজের কাজের প্রতি পর জ্ঞান অর্জন না করা পর্যন্ত সফল হওয়া যাই না ,
কাজে সফল হতে হলে কাজের পুরো জ্ঞান নিতে হবে ,কাজ করতে হবে মনোযোগ সহকারে ফলের আসা না করে,কাজ করতে হবে নির্ভীক হয়ে নিজের কাজের প্রতি সততা হতে হবে সহ্য করে সমুদ্রের মতো স্থিতিশীল হয়ে কাজ করে যেতে হবে ।
ভগবান শ্রী কৃষ্ণ ভগবাদ গীতাতে পাঁচটি মূল্যবান বাণী উল্লেখ করেছেন । এই পাঁচটি বাণী যদি আমরা জীবনে মেনে চলি আমরা জীবনে সফল হবই ।এই পাঁচটি বাণী হল :
১.কাজ করতে হবে মনোযোগ সহকারে ফলের আসা না করে
যে কোনো কাজ শুরু করার আগেই তার সাফল্লের আসা না করা ,কারণ যদি আপনি সেই কাজে বিফল হয়ে যান তখন আপনার সেই কাজে আর মন বসবে না ,আর সেই কাজে আপনি আর সফল হতে পারবেন না ।তাই যে কোনো কাজ করতে হয় মনোযোগ সহকারে ফলের আসা না করে।আর যখনি ফলের আশা চিন্তা না করে কাজ করা হয় তখনি সাফল্য আসে ।
২.নির্ভীক হতে হবে
নির্ভীক হয়ে কাজে এগিয়ে যেতে হবে ,নির্ভীক হলে মনে আত্মবিশ্বাস জন্মাবে ,আর আত্মবিশ্বাস আপনার কাজে সফল এনে দেবে
৩.নিজের কর্মের প্রতি সততা হতে হবে
কাজের প্রতি সততা থাকতে হবে ,আপনি যে কাজটি করবেন সেই কাজটি সততার সহিত করতে হবে
৪.সহ্য করা শিখতে হবে
সব কাজে বাধা বিপত্তি আসে ,বাধা বিপত্তি কে ভয় পেয়ে কাজ ছেড়ে দিলে হবে না ,সব বাধা বিপত্তিকে সহ্য করে কর্ম করে যেতে হবে ।
৫.সমুদ্রের মতো শীতল হতে হবে
কাজে কর্মে সমস্যা এলে উন্মুক্ত না ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কাজ করে যাওয়া ।
গীতার এই পাঁচটি বাণী যদি আমরা আমাদের জীবনে মেনে চলতে পারি তাহলে সাফল্য আমাদের জীবনে আসবেই ।
Thanks sir 🙏❤️😊
উত্তরমুছুন