ভগবান শ্রী কৃষ্ণা বাণী , সর্বদা ভালো চিন্তা ভাব মনে রাখা ,এটাই জীবনের উন্নতির পথ ,Always remember to think well, this is the way to improve life
আমাদের মন কখনো স্থির থাকে না ,আমরা পুরো দিনে হাজার কথা চিন্তা ভাবনা করে থাকি ,হাজার হাজার কথা বার্তা বলে থাকি ,কিন্তু কখনো আমরা চিন্তা করে দেখেছি যে আমরা এই হাজার হাজার কথা বার্তার ভিতরে আমরা কয়টা কথা ভালো চিন্তা ভাবনার করে বলেছি ,আর কয়টা কথা খারাব মনোভাব নিয়ে বলেছি ।
সত্যি ,যদি আমরা আমাদের মস্তিস্ক এবং মনকে ভালো চিন্তা ভাবনার কাজে লাগানো যায় সফলতা নিশ্চয় আসবে,আমাদের মন অনেক শক্তিশালী ,আমরা জীবনে যা চিন্তা ভাবনা করি ,আমাদের জীবন সেই পথে চলতে শুরু করে । তাই আমাদের সর্বদা ভালো চিন্তা ভাবনা করা উচিত ,যাতে আমাদের জীবন এবং ভবিষৎ সুন্দর ও ভালো হয়ে উঠে ।
এই তথ্য আমাদের হিন্দু গ্রন্থ তে বলা হয়েছে ,মনকে সর্বদা পবিত্র ও ভালো চিন্তা ভাবনার মাধম্মে রাখা উচিত । আর এই তথ্য বিজ্ঞান ও প্রমান করেছে ।
আমাদের প্রাকৃতি সাকারাত্মক (Positive) এবং নাকারাত্মক ( Negative) শক্তি ছড়িয়ে আছে ,যখন নি আমরা কোনো ভালো চিন্তা ভাবনা করি ,তখনি প্রকৃতির সাকারাত্মক শক্তি আমাদের সাথে জড়িয়ে যায় ,আর আমাদের কে ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করে তুলে ,
আর এটা সত্যি উদাহরণ দিয়ে বলতে গেলে ভগবান গৌতম বুদ্ধ ,স্বামী বিকেকানন্দ ,যারা নিজের ভালো চিন্তা ভাবনার নিয়ে সাধনার মাধ্যম দিয়ে নিজের জীবন কে ,এই সমাজ ,ও বিশ্বের মঙ্গলের কাজে লাগিয়েছিলেন ।
আর যখনি আমরা কোনো খারাপ মনো ভাব নিয়ে কাজ করি তখনি নাকারাত্মক শক্তি আমাদের সাথে জড়িয়ে যায় আর আমাদের খারাপ কাজের জন্য অনুপ্রারিত করে তুলে ,উদাহরণ স্বরূপ ,মারপিট করা ,গালি গালাজ করা ।
একবার একটি কৃষকের ধান খেতে এসে একটি গরু প্রায় দিন কৃষকের ধান গাছ খেয়ে যেত ,এতে কৃষকের মনে মনে খুব রাগ হলো আর চিন্তা করতে থাকলো কি ভাবে গরু তাকে শিক্ষা দেয়া যায় ,তাই পরেরদিন কৃষক তার ধান ক্ষেতের কিনারে লুকিয়ে থাকলো একটা লাঠি নিয়ে আর গরুটার আসার অপেক্ষা করতে লাগলো ,যখনি গরুটা আসলো সে সেই লাঠি তা দিয়ে গরুকে মারতে শুরু করলো ,
আর একেই ঘটনা আরেকটি কৃষকের সাথে সাথে হলো ,কিন্তু সে কৃষক গরুটাকে মারপিট্ করলো না ,কৃষিক গরুর মালিক কে খুঁজে বের করলো আর তার গরু প্রতিদিন গিয়ে যে তার ধান খেয়ে আসে তার কথা বললো ,তখন সে গরুর মালিক গরু তাকে বাসার মদ্দে বেঁধে রাখলো ,আর বাসাতেই গরুটাকে খাবার বেবস্তা করে দিলো
আমাদের সবসমই ভালো চিন্তা ভাবনার মাদ্দমে জীবন কে সুন্দর ,সুখময় করে তুলে উচিত ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন