আমরা প্রত্যেকেই বেঁচে থাকার জন্য কর্ম করে থাকি ।মানুষ বলে না প্রকৃতির সকল বস্তুই নিজের কর্ম করে যাচ্ছে ।সূর্য তার আলো দিয়ে প্রকৃতি কে আলোকিত করে রাখে ,গাছ তার শীতল বাতাস দিয়ে মানুষ এবং জীব জন্তু কে বাঁচিয়ে রাখে ।
আমরা কখনো নিজের কর্ম থেকে পাওয়ার আসা বেশি করে নেই ,ভগবান কৃষ্ণ বলেছিলেন "কর্ম করে যাও ,ফলের আসা করো না,তুমি তুমার কর্মর কথা চিন্তা করো না " অর্জুন যখন কৌরবদের সাথে যুদ্দ করতে চাইছিলেন না ,তখন ভগবান কৃষ্ণ অর্জুন কে বলেছিলেন ,হে অর্জুন তুমি একজন ক্ষত্রিয়
তুমার কর্ম যুদ্দ করা ,তুমি পরিণতির চিন্তা করো না, তুমি যুদ্দ করো ।সেই ভাবে আমাদেরকে ও ফলের চিন্তা না করে কর্ম করে যাওয়া ।নিজের কর্ম কে নিষ্টা ও নিস্বার্থ সহকারে করে যাওয়া উচিত । যদিও কর্মে সফল নাও হওয়া যাই জ্ঞান তো পাওয়া যাবে ।
একটি গ্রামে দুই বন্দু ছিল একজনের নাম ছিল প্রতাপ আর আরেকজনের নাম ছিল শ্যাম ।
দুজন খুব ভালো বন্দু ছিল ,দুজন গ্রামে নতুন বেবসা শুরু করলো ,প্রতাপ চা ,মিষ্টি ,সন্দেশ,এর দুকান খুললো আর শ্যাম ফলের দুকান খুললো ।
প্রথম দিন শ্যামের দুকানে দশ জন গ্রাহক আসলো ফল কিনে নিয়ে গেলো ,এদিকে প্রতাপের দুকানে মাত্র দুই জন গ্রাহক এসে চা মিষ্টি খেয়ে গেলো ,তার পরদিন শ্যামের দুকানে সতেরো জন আর প্রতাপ এর দুকানে মাত্র পাঁচ জন গ্রাহক হলো
,শ্যাম অনেক খুশি যে দিন দিন তার গ্রাহক বেড়েই চলছে,কিন্তু প্রতাপের দুকানে সেই ভাবে গ্রাহক আসছিলো না ।
এই ভাবে ওদের বেবসা শুরু করার সাত মাস হয়ে গেলো ,শ্যামের বেবসা ভালোই চলছিল কিন্তু প্রতাপ এর এতো ভালো চলছিল না ।প্রতাপ তাতে নিরাশ হয় নি সে তার মিষ্টি ,সন্দেশ কে আরো ভালো কোয়ালিটি তে বানানো শুরু করলো ।এই ভাবে এক বছর চলে গেলো
। ধীরে ধীরে তখন প্রতাপের দুকানে গ্রাহক বাড়তে শুরু করলো ,প্রতাপের দোকানের মিষ্টির প্রশংসা শুরু হলো ,গ্রামের লোক শহর থেকে মিষ্টি আনা বন্দ করে দিলো ,গ্রামে পুজো হোক ,অনুষ্ঠান হোক সবাই প্রতাপের দুকান থেকে মিষ্টি নিয়ে যায় ,এইভাবে প্রতাপের মিষ্টির দোকানের কথা আরো চার ,পাঁচ গ্রামে ছড়িয়ে পরে ।ধীরে ধীরে প্রতাপ একটি মিষ্টির বিশাল দোকানের মালিক হয়ে যায় ।
আমাদের জীবনে নিজের কর্ম কে নিষ্টা সহকারে করা উচিত ,যদিও কাজের মাজে বিফলতা আসে ,তখন নিরাশ না হয়ে ,আরো দৃঢ়তা ,আত্মবিশ্বাস সহকারে কর্ম করে যাওয়া ।
Thanks sir 🙏❤️😊
উত্তরমুছুন