না এই শরীর তোমার , না তুমি এই শরীরের । এই শরীর অগ্নি ,জল,বায়ু , পৃথিবী দিয়ে তৈরি , আর একদিন এই অগ্নি ,জল,বায়ু , ও পৃথিবীতে মিশে যেতে হবে ।
আত্মা অমর , না কেউ আত্মা কে মারতে পারে না আত্মার মৃত্যু হয় ।
আত্মার জন্ম নেই , না কখনো মৃত্যু হয় । শরীর নষ্ট হয়ে গেলেও , আত্মা নষ্ট হয় না ।
তুমি নিজেকে ভগবানের কাছে অর্পণ করে দাও , যে ভগবানের মহিমাকে বুঝতে পারে সে জীবনের ভয়, চিন্তা , সব ধরণের সমস্যা থেকে মুক্তি থাকে ।
Videohttps://youtu.be/roDOuFiod7w
মনুষ্য যেমন পুরোনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরিধান করে । সেই রকম আত্মা ও পুরোনো শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে ।
না কোনো অস্ত্র আত্মা কে কাটতে পারে।, না অগ্নি আত্মা কে জ্বলাতে পারে , না বায়ু আত্মা কে শুকাতে পারে , না জল আত্মা কে ভিজাতে পারে । আত্মা অমর , আত্মার বিনাশ নেই ।
পরিবর্তন সংসারের নিয়ম ,যাহাকে তুমি মৃত্যু বলে ভাবছো , সেটাই তো জীবন । আমার - তোমার , ছোট , বড় ,আপন , পর সবকিছু মন থেকে মিটিয়ে দাও , তারপর দেখো সব তোমার , তুমি সবার ।
সম্মানিত ব্যক্তির কাছে অপমান মৃত্যুর সমান ।
যা হয়েছে ভালো হয়েছে , যা হচ্ছে ভালোই হচ্ছে , যা হবে ভলো এই হবে । তুমি অতীতের কথা চিন্তা করো না , তুমি ভবিষ্যতের কথা ও চিন্তা করো না , তুমি বর্তমানে আছো , বর্তমানে ভালো ভাবে বাঁচার চেষ্টা করো ।
সুখ ও দুঃখ , লাভ ও ক্ষতি এবং জিৎ ও হার এর কথা চিন্তা না করে মানুষ্য কে সত্যি অনুযায়ী কর্তব্য ও কর্ম করে যাওয়া উচিত ।
খালি হাত এসেছো খালি হাত চলে যাবে , যা কিছু আজ তোমার সেটা অন্যদিন কারো ছিল ,পরশু সেটা আরো কারো হয়ে যাবে । আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন , সেটাই তোমার দুঃখের কারণ ।
নিজের মন কে যে নিয়ন্ত্রণ করতে পারে না , সেই মন তাহার কাছে শত্রূ ।
তোমার কি চলে গেছে , যে কারণে তুমি কাঁদছো ?
তোমি কি নিয়ে এসেছিলে ,যা তুমি হারিয়ে ফেলেছো ?
তুমি কি সৃষ্টি করেছিলে , যা নষ্ট হয়ে গেছে ?
তুমি আসার সময় কিছু নিয়ে আসো নি , যা নিয়েছি এখান থেকে নিয়েছো
যা দিয়েছো এখান থেকে দিয়েছো ।
যদি জীবনে নিজের লক্ষ প্রাপ্তি করতে অসফল হয়েছো , তা হলে রণনীতি পরিবর্তন করো , লক্ষ কে না ।
যে ব্যক্তি পরিণামের চিন্তা না করে কর্ম করে যায় , সেই ব্যক্তি একদিন জীবিনে সফল হয় ।
মন যদি অশান্তি হয়ে যায় , মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পরে , অভ্যাস দিয়ে নিজের মন কে নিয়ন্ত্রণ করা যায় ।
ফলের চিন্তা না করে কর্ম করে যায় ।
মনুষ্য নিজের আত্মবিশ্বাস দিয়ে গঠিত হয় ,আত্মবিশ্বাস দিয়ে একজন ব্যক্তি তার নিজের জীবন কে নিজের মতো করে তৈরি করতে পারে ।
নরকের তিনটি দ্বার - বাসনা , ক্রোধ , ও লোভ ।
কেবল মানুষের মনটাই কারো মিত্র বা শত্রূ হয় । মানুষ কারো মিত্র বা শত্রূ হয় না ।
যে বিষয় টি তোমার হাতে নেই , সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই ।
হে অর্জুন , যবে যবে এই সংসারে ধর্মের অনিষ্ট হয় , এই সংসারে অধর্ম বৃদ্ধি পায় , তখন তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি ।
হে অর্জুন , আমাদের দুজনের অনেক জন্ম হয়েছে , কিন্তু তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে ।
কর্ম যোগ বাস্তবে এক রহস্য ।
আমার কাছে কেউ ঘৃণিত বা প্রয় নয় , কিন্তু যে ব্যক্তি ভক্তি দিয়ে আমাকে স্মরণ করে । সেই বেক্তি আমার সাথে সর্বদা থাকে এবং আমিও সেই বেক্তির সাথে সর্বদা থাকি ।
হে অর্জুন , আমিই অতীত , আমিই বর্তমান , আমিই ভবিষ্যৎ , আমি সর্ব প্রাণীর মধ্যে বিরাজ করি ,যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে , আমি সর্বদা তাদের পাশে থাকি ।
যে প্রাণী লোভ , মায়া , ক্রোধ , অশান্তি , ঈর্ষা , থেকে মুক্তি আমি তার মধ্যে বিরাজ করি ।
না কোনো অস্ত্র আত্মা কে কাটতে পারে।, না অগ্নি আত্মা কে জ্বলাতে পারে , না বায়ু আত্মা কে শুকাতে পারে , না জল আত্মা কে ভিজাতে পারে । আত্মা অমর , আত্মার বিনাশ নেই ।
পরিবর্তন সংসারের নিয়ম ,যাহাকে তুমি মৃত্যু বলে ভাবছো , সেটাই তো জীবন । আমার - তোমার , ছোট , বড় ,আপন , পর সবকিছু মন থেকে মিটিয়ে দাও , তারপর দেখো সব তোমার , তুমি সবার ।
সম্মানিত ব্যক্তির কাছে অপমান মৃত্যুর সমান ।
যা হয়েছে ভালো হয়েছে , যা হচ্ছে ভালোই হচ্ছে , যা হবে ভলো এই হবে । তুমি অতীতের কথা চিন্তা করো না , তুমি ভবিষ্যতের কথা ও চিন্তা করো না , তুমি বর্তমানে আছো , বর্তমানে ভালো ভাবে বাঁচার চেষ্টা করো ।
খালি হাত এসেছো খালি হাত চলে যাবে , যা কিছু আজ তোমার সেটা অন্যদিন কারো ছিল ,পরশু সেটা আরো কারো হয়ে যাবে । আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন , সেটাই তোমার দুঃখের কারণ ।
নিজের মন কে যে নিয়ন্ত্রণ করতে পারে না , সেই মন তাহার কাছে শত্রূ ।
তোমার কি চলে গেছে , যে কারণে তুমি কাঁদছো ?
তোমি কি নিয়ে এসেছিলে ,যা তুমি হারিয়ে ফেলেছো ?
তুমি কি সৃষ্টি করেছিলে , যা নষ্ট হয়ে গেছে ?
তুমি আসার সময় কিছু নিয়ে আসো নি , যা নিয়েছি এখান থেকে নিয়েছো
যা দিয়েছো এখান থেকে দিয়েছো ।
যদি জীবনে নিজের লক্ষ প্রাপ্তি করতে অসফল হয়েছো , তা হলে রণনীতি পরিবর্তন করো , লক্ষ কে না ।
যে ব্যক্তি পরিণামের চিন্তা না করে কর্ম করে যায় , সেই ব্যক্তি একদিন জীবিনে সফল হয় ।
মন যদি অশান্তি হয়ে যায় , মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পরে , অভ্যাস দিয়ে নিজের মন কে নিয়ন্ত্রণ করা যায় ।
ফলের চিন্তা না করে কর্ম করে যায় ।
মনুষ্য নিজের আত্মবিশ্বাস দিয়ে গঠিত হয় ,আত্মবিশ্বাস দিয়ে একজন ব্যক্তি তার নিজের জীবন কে নিজের মতো করে তৈরি করতে পারে ।
নরকের তিনটি দ্বার - বাসনা , ক্রোধ , ও লোভ ।
কেবল মানুষের মনটাই কারো মিত্র বা শত্রূ হয় । মানুষ কারো মিত্র বা শত্রূ হয় না ।
যে বিষয় টি তোমার হাতে নেই , সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই ।
হে অর্জুন , যবে যবে এই সংসারে ধর্মের অনিষ্ট হয় , এই সংসারে অধর্ম বৃদ্ধি পায় , তখন তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি ।
হে অর্জুন , আমাদের দুজনের অনেক জন্ম হয়েছে , কিন্তু তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে ।
কর্ম যোগ বাস্তবে এক রহস্য ।
আমার কাছে কেউ ঘৃণিত বা প্রয় নয় , কিন্তু যে ব্যক্তি ভক্তি দিয়ে আমাকে স্মরণ করে । সেই বেক্তি আমার সাথে সর্বদা থাকে এবং আমিও সেই বেক্তির সাথে সর্বদা থাকি ।
হে অর্জুন , আমিই অতীত , আমিই বর্তমান , আমিই ভবিষ্যৎ , আমি সর্ব প্রাণীর মধ্যে বিরাজ করি ,যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে , আমি সর্বদা তাদের পাশে থাকি ।
যে প্রাণী লোভ , মায়া , ক্রোধ , অশান্তি , ঈর্ষা , থেকে মুক্তি আমি তার মধ্যে বিরাজ করি ।
Thanks sir 🙏❤️😊
উত্তরমুছুনReally nice so lovely thanks such a lot for sharing this post, I appreciate your work.It was an excellent informative post.Go such a large amount of helpful and informative links.Loved your writings also. construct of the subject was well discussed. like to return here again.Bangla Shayari Please find our website content, like- Bangla Kobita.
উত্তরমুছুনHare krishna
উত্তরমুছুনfrom krishna quotes bengali