- যদি তুমি মনে কর তুমি সঠিক , তাহলে তুমি কারো কাছে নিজেকে প্রমান করতে যেও না ।
- নিজের বিফলতার জন্য অন্যকে দোষারূপ করো না ,যেইদিন তুমি নিজের বিফলতার কারণ নিজেকে মনে করবে ,সেইদিন থেকে তুমি সফলতার দিকে এগিয়ে যাবে ।
- জীবনে কাউকে কোনদিন দুঃখ দিয়ো না , কারণ তুমি যা দিবে একদিন দ্বিগুন হয়ে সেটা তোমার কাছে ফিরে আসবে , এটাই প্রকৃতির নিয়ম ।
- সবাইকে ভালোবাসতে শিখ , ভালোবাসা দিলে ভালোবাসা পাবে , আর কাউকে ঘৃণা করলে ঘৃণা পাবে , তুমি যা দেবে তা ফিরে আবার তোমার কাছে এই আসবে ।
- তুমি যদি সঠিক থাকো তাহলে অন্যের জন্য নিজেকে প্রমান করতে যেও না ,কারণ ইহা তোমার জীবন , তুমি নিজের মতো করে বাঁচতে শেখ ।
- অন্যের জন্য নিজেকে কখনো পরিবর্ত্তন করো করো না , তুমি যা আছো ভালোই আছো ।
- নিজের স্বার্থের জন্য অন্যকে কখনো ঠগিয়ো না।
- তুমি মন্দিরে না যেতে পারলেও , নিজের মা বাবা কে যদি ভালোবাসো , সেবা করো সেটাই ভগবান সেবা , আর মা বাবা কে কষ্টে দিয়ে ভগবান পূজা করার কোন অর্থ হয় না ।
- যদি কাউকে ভালোবাসতে চাও মন খুলে ভালোবাসো , যদি ব্যবসা করতে চাও তা হলে মস্তিস্ক দিয়ে করো - আর যদি ভগবানের আশীর্বাদ পেতে চাও তা হলে ভগবান কে আস্তা দিয়ে স্মরণ করো ।
- তুমি জীবনে যা চাও সেটাকে তুমার জীবনের লক্ষ্য বানিয়ে ফেলো , সেই লক্ষ্য কে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো , সেটাকে নিয়ে চিন্তা করো, স্বপ্ন দেখো - একদিন দেখবে নিজের লক্ষ্যে পৌঁছবেই ।
- বাধা যত বেশি হবে , জেতার আনন্দ তত বেশি হবে ।
- যেখানে তুমার কোন মূল্য নেই , সেখান থেকে দূরে সরে যাও ।
- সময় কে সম্মান করো - কারণ সময় তোমাকে জীবনের এমন শিক্ষা দিয়ে যাবে যা তুমি কোনো কলেজ বা স্কুল থেকে পাবে না ।
- এমন কেউ কে কখনো কষ্ট দিয়ো না যার কাছে ভগবান ছাড়া এই সংসারে আর কেউ নেই ।
- অসহায় কে নিয়ে কখনো পরিহাস করো না , পারলে তার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দাও -
- গরিব কে দেখে কখনো অবহেলা করো না কারণ সময় পরিবর্ত্তন হতে সময় লাগে না ।
- টাকা ,পয়সা , জ্ঞান , রূপ নিয়ে কখনো অহংকার কর না, কারণ সংসারে কোন জিনিস চিরস্থায়ী না ।
- জ্ঞান তার থেকে নাও , যে তোমার থেকে বেশি জ্ঞানী ।
- কাউকে যদি সাহায্যে করতে নাও পারো কোনো ক্ষতি নেই , কিন্তু কারো অনিষ্ট করার চেষ্টা করো না ।
- তুমি যদি সঠিক থাকো , সবাই যদি তোমাকে ছেড়ে চলে যায় , চিন্তা করো না ভগবান তুমাকে কখনো ছেড়ে যাবেন না ।
- তুমি তুমার ভাগ্য কে বদলাতে পারবে না , কিন্তু তুমি তোমার অভ্যাস কে বদলাতে পারবে , আর অভ্যাস তোমার ভাগ্য কে পরিবর্ত্তন করে দেবে ।
- বার বার বিফল হয়েছ কোন সমস্যা নেই , বিফল হয়ে হার না মেনে আবার উঠে দাড়াও , সফলতা আসবেই ।
- জীবনে তিনটি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন স্বামীজী । তিনি বলেছেন , " যারা তোমায় সাহায্য করেছে , তাঁদের কখনো ভুলে যেও না । যারা তোমাকে ভালোবাসে , তাদের কোনোদিন ঘৃণা করো না । আর যারা তোমাকে বিশ্বাস করে , তাদের কখনো ঠকিয়ো না।
- তুমার ভালো দিনে সবাইকে তুমার পশে পাবে কিন্তু তুমার খারাপ দিনে কাউকে পাশে পাবে না ।
- মানুষের ব্যবহারে মানুষের আসল জ্ঞান এর পরিচয় পাওয়া যায় ।
- মনুষত্ব কোন কলেজ বা স্কুল শেখানো হয় না - মনুষ্যত্ব নিজে থেকে তৈরি করতে হয় ।
- পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো জ্ঞান যা টাকা দিয়ে ও কেনা যায় না ।
- অন্যের ঘর জ্বালাতে যেও না , যখন নিজের ঘর জ্বলবে তখন নেভানোর জন্য কাউকে পাবে না ।
- তুমি যা ইচ্ছা তা করতে পারবে , যদি তুমার ইচ্ছা শক্তি প্রবল থাকে । এই সংসারে কোন কাজ এই অসম্ভব না ।
- অন্যের ভালোর জন্য কাজ করো , একদিন নিজের সবকিছু ভালো হবে ।
- কখনো কোনো অসহায় মানুষকে তাচ্ছিল্য করে ফিরিয়ে দিওনা , কেননা ভগবানের কাছে দৃশ্যমান , তোমার ভাগ্য ও পরিস্থিতি পরিবর্তন করতে বেশি সময় নেবেন না ।
- জীবনে যদি সুখী থাকতে চাও ? তবে জীবন থেকে অন্যের গুরুত্ব কম করে দাও ।
- জীবন থেকে চলে যাওয়া সময় আর ঘুরে আসবে না , কিন্তু যদি চেষ্টা ও ইচ্ছা শক্তি প্রবল থাকে তবে জীবনে আশা প্রতিটি সময় খুব সুন্দর হয়ে উঠবে ।
- উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না , স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না ।
- জীবনে তিনটি কথা সবসময় মনে রাখা উচিত - যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না , যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাকে ঘৃণা করো না , যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না ।
- তোমার বিষয়ে কাউকে কিছু বলতে যেও না । শুধু ভালো কর্ম করে যাও তোমার কর্মই তোমার পরিচয় দেবে ।
- সময়ের সাথে নিজেকে পরিবর্ত্তন করো , না সবাই তোমাকে ব্যবহার করে যাবে ।
- নিজেকে এমন ভাবে বদলে দাও , যাতে মানুষ তোমার পুরোনো রূপ দেখার জন্য আপসোস করে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন