একদিন গৌতম বুদ্ধ এক সভাতে প্রবচন দিচ্ছিলেন । গৌতম বুদ্ধ প্রবচন শেষ করার পর ,যারা প্রবচন শুনতে এসেছিলেন তাদেরকে বল্লেন ," জাগো ,সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে "। প্রবচন শেষ করার পর গৌতম বুদ্ধ তার প্রিয় শিষ্য আনন্দ কে বললেন " চলো আনন্দ একটু ঘুরে আসি "।
আনন্দ ও গৌতম বুদ্ধ এর সাথে বেরিয়ে পড়েন । কিন্তু আশ্ৰম এর মুখ্য দরজার সামনে এসে আনন্দ ও গৌতম বুদ্ধ দরজার এক পাশে দাঁড়িয়ে থাকলেন , কারণ যারা গৌতম বুদ্ধের প্রবচন শুনতে এসেছিলেন তারা ধীরে ধীরে একজন একজন করে বেরিয়ে যাচ্ছিলেন আর ভিড় লেগে গিয়েছিলো ।
তাই আনন্দ আর গৌতম বুদ্ধ সবাইকে যেতে দেবার জন্য দরজার এক পাশে দাঁড়িয়ে থাকলেন । আচানক ,সেই ভিড় থেকে একজন স্ত্রী এসে গৌতম বুদ্ধ কে প্রণাম করে ,এবং বলে " ভগবান আমি একজন নর্তকী ,আজ শহরের সভাপতির ঘরে আমার নৃত্যের অনুষ্ঠান ছিল ,কিন্তু আমি আপনার প্রবচনে এসে নের্তৃত্বের অনুষ্ঠান এর কথা ভুলে গিয়েছিলাম ।
কিন্তু যখন আপনি বললেন যে ," জাগো ,সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে " ,তখন আমার অনুষ্ঠানের কথা মনে পরে যায় ,তার জন্য আপনাকে ধন্যবাদ ।
ঐদিন এক ডাকু এসেছিলো গৌতম বুধের প্রবচন শুনার জন্য । হঠাৎ ভিড় থেকে বেরিয়ে এসে গৌতম বুদ্ধ কে প্রণাম করে বললো , ভগবান আমি আপনাকে মিথ্যে বলবোনা ,আমি একজন ডাকু ।
আজ আমার এক জায়গায় ডাকাতি করার জন্য যেতে ছিলাম ,আমি ভুলে গিয়েছিলাম কিন্তু আপনার প্রবচন শেষ করার পর যখন আপনি বললেন যে ," জাগো ,সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে "- তখন আমার মনে পরে যায় ,যে আজ আমাকে ডাকাতি করতে হবে , তার জন্য আপনাকে ধন্যবাদ ভগবান ।
তারপর একজন বৃদ্ধ লোক ধীরে ধীরে আসে এবং গৌতম বুদ্ধের কাছে এসে প্রণাম করে বলে ,যে আমি পুরো জীবন ,টাকা পয়সা ,সুখ ,পরিবার,সবকিছু এর পিছনে ছুটতে থাকি ।
জীবনে কোনো সমাজ সেবক কাজ করি নি ,কিন্তু আজ আপনার প্রবচনে যে বললেন ," জাগো ,সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে " - কিন্তু আজ মনে হচ্ছে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগুচ্ছি ।
এখন মনে হচ্ছে আমার জীবনটা বেকার কাটিয়েছি ,কিন্তু আজ আপনার ভাষণে আমার চোখ খুলে গেছে ,আজ থেকে আমি সংসারের মোহো , মায়া ছেড়ে সংসারের ভালোর জন্য ,সংসারের লোকের ভালোর জন্য কাজ করবো । এই বলে বৃদ্ব প্রণাম করে চলে যায় ।
যখন সবাই চলে গেলো ,গৌতম বুদ্ধ তার প্রিয় শিষ্য আনন্দ কে বললেন ," দেখো আনন্দ আমি প্রবচন একটি দিয়েছি কিন্তু ,তার অর্থ সবাই আলাদা আলাদা বের করেছে ।যার যতটুকু ক্ষমতা সে ততটুকু এই দান গ্রহণ করতে পারবে ।জ্ঞান অর্জন করতে গেলে তার মন কে ও উপযুক্ত মন তৈরি করতে হবে ।তার জন্য জ্ঞান অর্জন করতে গেলে মন পবিত্র হওয়া দরকার ।
Thanks sir 🙏❤️😊
উত্তরমুছুন