অহংকার বিনাশের মূল কারণ ,এই পৃথিবীতে মানব জীবনের সবচেয়ে বড় শত্র্রু হলো অহংকার ।
অহংকার মানব জীবন কে ধ্বংস করে দেয় ,ঈশ্বর প্রাপ্তি থেকে বঞ্চত করে দেয় ,অহংকার আপনার মহৎ কাজে বাধা উৎপন্ন করে । তাই অহংকার মানব জীবন কে ধ্বংস করার পূর্বে অহংকার কে ধ্বংস করে দেয়া উচিত ।
যখন অর্জুন এর মদ্যে অহংকার আসে অর্জুন নিজিকে ত্রিলোকের সর্বশ্রষ্ট ধনুরধার মনে করতে শুরু করেন ,তাই অর্জুনকে তার অহংকার থেকে মুক্তি করার জন্য ,হনুমান কে পাঠালেন । হনুমান রামসেতুর ধরে বসে ধ্যান করছিলেন ,এমন সময় অর্জুন সেই রাম সেতুর পাশ যাচ্ছিলেন ,হনূমান কে ধ্যান এ দেখে জিজ্ঞাসা করলেন আপনি কে? হনূমান তখন বললেন আমি একজন রাম ভক্ত ,
অর্জুন তখন জিজ্ঞাসা করলেন ,রাম একজন সর্বশ্রষ্ট ধনুর্ধারি ছিলেন তিনি কেন তার বান দিয়ে সেতু তৈরি করেননি ,তিনি পাথর দিয়ে কেন সেতু তৈরী করলেন ।হনূমান বললেন যে প্রভু রামের হাজার হাজার বানর সেনা ছিল ,তাই বান দিয়ে তৈরী করা সেতু সেনাদের ভার সহ্য করতে পারবে না ,তাই প্রভু রাম পাথর দিয়ে সেতু তৈরী করেন ।
এই কথা শুনে অর্জুন হাস্তে শুরু করে বলে আমি ত্রিলোকের সর্বশ্রষ্ট ধনুর্ধারি আমার বান দিয়ে তৈরী সেতু কখনো ভাঙবে না ,তখন হনুমান বলেন তুমার তৈরী সেতু আমি একই ভেঙ্গে দেব ।এই কথা শুনে অর্জুন খুব রাগানিত্ম হয়ে হনূমান বললেন ঠিক আছে ,তুমি যদি আমার বান দিয়ে তৈরী সেতু ভেঙ্গে দাও তা হলে আমি তুমার দাস হবো,আর যদি তুমি ভাংতে না পারো তাহলে তুমি আমার দাস হবে,হনূমান রাজি হয়ে গেলেন ।
অর্জুন তার বান দিয়ে সেতু তৈরী করলেন ,আর হনুমান তা পা সেতুর উপর রাখতে এই সেতু ভেঙে গেলো ।তা দেখে অর্জুনের এতদিনের অহংকার ভেঙে গেলো ।
অর্জুন তার বান দিয়ে সেতু তৈরী করলেন ,আর হনুমান তা পা সেতুর উপর রাখতে এই সেতু ভেঙে গেলো ।তা দেখে অর্জুনের এতদিনের অহংকার ভেঙে গেলো ।
হনূমান অর্জুন কে বললেন হে অর্জুন তুমি তুমার অহংকার এর জন্য অনেক বোরো পাপ করেছো আর সেটা হলো প্রভু রাম কে অপমান করেছো ,অর্জুন বুজতে পারলো তার অহংকারের জন্য কত বড় পাপ করেছে ।
তাই অর্জুন তার বান দিয়ে আগুন জ্বালিয়ে নিজিকে অগ্ন দেবতার কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিলো ,এমন সময় ভগবান শ্রী কৃষ্ণ প্রকট হয়ে অর্জুন কে বাধা দেন ,হে অর্জুন তুমার অহংকার কে বধ করার জন্য আমি হনুমান কে পাঠিয়েছিলাম ,তুমাকে কুরুক্ষেত্র যুদ্দ করতে হবে ,আর সেই যুদ্বে তুমাকে জয়ী হতে হবে ,আর তুমি তুমার এই অহংকার নিয়ে কখনো যুদ্বে জয় লাভ করতে পারবে না ,তাই তুমার অহংকার নষ্ট করা প্রয়োজন ছিল |
তাই অর্জুন তার বান দিয়ে আগুন জ্বালিয়ে নিজিকে অগ্ন দেবতার কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিলো ,এমন সময় ভগবান শ্রী কৃষ্ণ প্রকট হয়ে অর্জুন কে বাধা দেন ,হে অর্জুন তুমার অহংকার কে বধ করার জন্য আমি হনুমান কে পাঠিয়েছিলাম ,তুমাকে কুরুক্ষেত্র যুদ্দ করতে হবে ,আর সেই যুদ্বে তুমাকে জয়ী হতে হবে ,আর তুমি তুমার এই অহংকার নিয়ে কখনো যুদ্বে জয় লাভ করতে পারবে না ,তাই তুমার অহংকার নষ্ট করা প্রয়োজন ছিল |
ভগবান শ্রী কৃষ্ণের এই বাণী থেকে আমরা এই শিক্ষা পাই যে ,মনে অহংকার থাকলে আমরা কোনো কাজে সফল হতে পারবো না ,তাই জীবনে সফল হতে গেলে অহংকার কে নষ্ট করতে হবে মন থেকে ।
Thanks sir 🙏❤️😊
উত্তরমুছুন