স্বামী বিবেকানন্দের পূর্ব নাম নরেন্দ্রনাথ দত্ত । কলকাতার শিমুলিয়া পল্লীর কায়স্ত পরিবারে ১৮৬৩ খ্রিস্টাব্দে ১২ জানুয়ারী জন্ম গ্রহণ করেন । স্বামী বিবেকানন্দের পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত মাতার নাম ছিল ভুবেনেশ্বরী । পিতা বিশ্বনাথ দত্ত হাইকোর্ট এর এটর্নি ছিলেন । নরেন্দ্রনাথের পিতামহের্ নাম ছিল দুর্গগাচরণ দত্ত ,একমাত্র পুত্র বিশ্বনাথ দত্ত এর জন্মের পর পঁচিশ বছর বয়সে তিনি ভগবান লাভের জন্য চিরতরে গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন । নরেন্দ্রনাথের জন্মের পূর্বে ভুবেনেশ্বরীদেবী একটি পুত্র এবং দুটি কন্যা লাভ করলেও তাদের ভিতর দুটি কন্যা মাত্র জীবিত ছিল । তাই সে সময় ভুবেনেশ্বরী দেবী পুত্র লাভের জন্য শিবের আরাধনা শুরু করেন । কাশিতে একজন রোজ বীরেশ্বর শিবের পূজা দিতে বলেন ।তার পর নরেন্দ্রনাথ এর জন্ম হয় । বীরেশ্বর শিবের প্রসাদে পুত্রলাভ করেছেন ,এই বিস্বাসে ভুবেনেশ্বরী দেবী পুত্র এর নাম রাখলেন বীরেশ্বর; পরে অন্যপ্রশ্নের সময় নামকরণ হয় নরেন্দ্রনাথ ।তবে বাড়িতে বিলে নাম পরিচিত ছিলেন । ...